Login Register
ক্রেডিট সম্পর্কিত নতুন বিজ্ঞপ্তি
Comments Page 4
#16

এর আগে গত মার্চ মাস থেকে এড নেটওয়ার্কের এডের পরিমান বেঁধে দেয়া হয়েছিল, যার ফলে যথেচ্ছ এড পপ আপ হচ্ছিল না এবং দিনে মাত্র দুটি বা তিনটির বেশি এডভিউ না হওয়ায় কম ক্রেডিট জমা হচ্ছিল, তা আজ থেকে বন্ধ করে দিয়েছি। বস্তুত, যথেচ্ছ ক্রেডিট জমা করে ফেলে বইচোরেরা মাথায় চড়ে বসেছিল। আপাতত ফেসবুক ভেরিফিকেশন চালুর পর নতুন বই চুরিতে লাগাম পরানো গেছে, তবে ফের যদি এরকম অবস্থায় চলে আসি, তখন আবার এই ব্যবস্থা চালু করে দেবো।


5th May, 2020 9:49 AM
#17

দাদা এমন কোন সহজ পেমেন্ট গেটওয়ে রাখুন যাতে বাংলাদেশীরাও আপনাদের সহযোগিতা করতে পারে :)


5th May, 2020 10:56 AM
#18

@ndc6105058, আমি যতদুর জানি, বাংলাদেশে ইন্টারন্যাশনাল পেমেন্ট ওয়ান ওয়ে! অর্থাৎ বাংলাদেশী কেউ বাইরের দেশ থেকে পেমেন্ট পেতে পারে, কিন্তু বাইরে পেমেন্ট করতে পারে না, অন্তত লিগ্যালি (সুত্রঃ গুগুল)। জানি না, বাংলাদেশের লোকেরা কীভাবে ডোমেইন বা ওয়েবহোস্ট ক্রয় করেন। কেউ এ ব্যাপারে হেল্প করতে পারেন?


5th May, 2020 12:23 PM
Pages  First   Prev   1   2   3  4 Last
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)